রাজবাড়ী সদর হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ডেলিভারী রুম উদ্বোধন করা হয়েছে। গতকাল ৪ঠা মে সকালে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী ডেলিভারী রুম উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নানসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।