শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সীমাহীন দুর্ভোগ॥দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল শুরু হলেও চালু হয়নি লঞ্চ

  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০১৯

॥এম.এইচ আক্কাছ॥ ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুই দিন বন্ধ থাকার পর গতকাল ৪ঠা মে বিকাল থেকে ফেরী চলাচল শুরু হয়েছে। তবে তা স্বাভাবিকের তুলনায় অনেক কম। অপরদিকে লঞ্চ চলাচল এখনও চালু হয়নি।
ঘূর্ণিঝড় ‘ফণী’র জন্য এ রুটে গত ৩দিন ধরে লঞ্চ এবং ২দিন ধরে ফেরী চলাচল বন্ধ ছিল। এতে উভয় পাড়ে সহ¯্রাধিক যানবাহন ও অসংখ্য যাত্রী আটকা পড়ে সীমাহীন দুর্ভোগের শিকার হন। জরুরী প্রয়োজনে অনেক যাত্রী স্বাভাবিকের চেয়ে ১০ গুণেরও বেশী জনপ্রতি ৩ থেকে ৫শত টাকা করে ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে নদীর পার হতে বাধ্য হন। আবার অনেকে জনপ্রতি দেড়/দু’হাজার টাকা ভাড়ার বিনিময়ে বাসে করে কুষ্টিয়ার লালন শাহ ও বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। অনেকেই বাড়ী ফিরে যেতে বাধ্য হন।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে গত বৃহস্পতিবার থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নদী উত্তাল হয়ে ওঠায় ওই দিন দুপুরের পর থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর গত শুক্রবার বড় বড় ঢেউ, তীব্র বাতাস ও বৃষ্টির কারণে নৌ-চলাচল আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে ওই দিন দুপুরের পর থেকে ফেরী চলাচলও বন্ধ করে দেয়া হয়।
গতকাল শনিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, দেশের ব্যস্ততম এই নৌরুটে ফেরী ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম যাত্রী ও যানবাহনের চালক-শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন। দৌলতদিয়া ঘাট থেকে মহাসড়কের প্রায় ৫ কিঃ মিঃ এলাকাজুড়ে অন্তত ৬ শতাধিক বিভিন্ন ধরণের যানবাহন নদী পার হওয়ায় অপেক্ষায় সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে মহাসড়কের প্রায় ৩ কিঃ মিঃ জুড়ে ২সারিতে এবং প্রায় ২ কিঃ মিঃ জুড়ে ১সারিতে যানবাহনগুলো স্থির দাঁড়িয়ে আছে। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে যানবাহনের সিরিয়াল। পাটুরিয়া ঘাটেও একইভাবে প্রায় ৫শতাধিক যানবাহন আটকা থাকার খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। আটকে থাকা যাত্রীদের দিনভর বৃষ্টির মধ্যে ক্ষুধা, তৃষ্ণা ও প্রাকৃতিক কর্মের জন্য চরম দুর্ভোগ পোহাতে হয়।
গোয়ালন্দের অম্বলপুর এলাকার ইউনুস হোসেন জানান, তিনি ছেলেকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়েছেন। রবিবার সকাল ৯টায় ছেলের কলেজের ব্যবহারিক পরীক্ষা। আজকের মধ্যে যেতেই হবে। তাই উপায় না পেয়ে বাপ-ছেলে দু’জনে ১হাজার টাকা ভাড়া দিয়ে ট্রলারে নদী পার হচ্ছেন।
দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় দেখা যায়, ইজাত শেখ নামের এক ট্রলার চালক নৌ-ফাঁড়ি পুলিশের কনস্টেবল রুহিদাস ও মতিয়ার রহমানের নিষেধ উপেক্ষা করে ঘাট ছেড়ে যাচ্ছে। তার আগেই যাত্রীরা চ্যানেলের বাইরে নদীর পাড়ে অপেক্ষায় রয়েছে। এভাবে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে যাত্রী পারাপারের অপরাধে পাটুরিয়ার নৌ-পুলিশ দৌলতদিয়ার ইছাক শেখ নামের এক ট্রলার চালকের ট্রলারের তলা ফাটিয়ে নদীতে ভাসিয়ে দেয়।
দৌলতদিয়া ১নং ফেরী ঘাটের মুখে আটকে থাকা বাসযাত্রী চুয়াডাঙ্গার হাবিবুর রহমান, সিরাজগঞ্জের মোঃ রাশেদ, যশোরের জরিনা বেগম প্রমুখ বলেন, ২দিন ধরে বাসের মধ্যে বসে থেকে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। হোটেলের অস্বাস্থ্যকর খাবার দ্বিগুণ দামে কিনে খেতে হচ্ছে। অনেকের খাবার পয়সাও শেষ। প্র¯্রাব-পায়খানায় খুব কষ্ট হচ্ছে। অনেকের ফোনের চার্জ শেষ হয়ে যাওয়াতে পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না। এমনকি খরচের জন্য বিকাশেও টাকা আনতে পারছে না।
বিআইডব্লিউটিএ’র আরিচা অঞ্চলের পোর্ট অফিসার সেলিম রেজা জানান, আবহাওয়া খারাপ থাকায় গত বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আমাদের উপর যাত্রীদের প্রচন্ড চাপ থাকলেও ঝুঁকি নিয়ে এবং সরকারী নির্দেশ উপেক্ষা করে আমরা লঞ্চ চালু করতে পারছি না।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) মোঃ শফিকুল ইসলাম জানান, শনিবার বেলা পৌনে ৪টার দিকে সংক্ষিপ্ত আকারে কয়েকটি ইউটিলিটি(ছোট) ফেরী চালুু করা হয়েছে। এ রুটের ১৫টি ফেরীর মধ্যে অন্যগুলো যানবাহন বোঝাই করে বসে আছে। দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে অনেক যানবাহন আটকে রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুরোদমে ফেরী চলাচল শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!