॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি)’র আয়োজনে সুবিধাভোগীদের ৪দিনব্যাপী আয় বৃদ্ধিমূলক কাজের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল ২৯শে এপ্রিল সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী খাল পাবসস কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত।
জাইকা’র ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর অর্থায়নে প্রাণী সম্পদ, শাক-সবজি ও মৎস্য বিষয়ের উপর এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণবাড়ী খাল পাবসস লিমিটেডের এর ৪০জন উপকারভোগী পুরুষ ও মহিলা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) মোঃ রবিউল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন শাহিনুর রহমান তাদেরকে প্রশিক্ষণ প্রদান করবেন। আগামী ২রা মে এই প্রশিক্ষণ সমাপ্ত হবে।