রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ২৯শে এপ্রিল সকালে মৎস্য দপ্তরের প্রশিক্ষণ হলরুমে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় কার্প মিশ্রচাষ, কার্প নার্সারী, মনোসেক্স তেলাপিয়া ও পাঙ্গাস মাছ চাষের বিষয়ে ২৪জন আরডি ও এফএফ-এর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) রবিউল হক, ক্ষেত্র সহকারী(রাজস্ব) রাওফুর মোরসালিন এবং ক্ষেত্র সহকারী(প্রকল্প) ইতি খাতুন তাদেরকে প্রশিক্ষণ প্রদান করেন -তনু সিকদার সবুজ।