॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবাদান’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে গতকাল ২৮শে এপ্রিল সকালে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, রক্তদান কর্মসূচী ও দিনব্যাপী লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় জেলা জজ আদালত ভবন প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মাছুদ করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, সম্পাদক কাজী আব্দুল বারী, জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্টরা র্যালীতে অংশগ্রহণ করেন।
র্যালী শেষে সকাল ১০টায় জেলা জজ আদালত ভবন প্রাঙ্গণের মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার সভাপতিত্বে অলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-পিপিএম(সেবা), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, সম্পাদক কাজী আব্দুল বারী, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন, পিপি এডঃ মোঃ উজির আলী শেখ, জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেলভুক্ত আইনজীবী এডঃ মোসলেম উদ্দিন খান, জেলা লিগ্যাল এইড কমিটি থেকে আইনী সহায়তা প্রাপ্ত শাহানা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সৈয়দ আবদুল্লাহ্-আল-হাবিব। এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মাছুদ করিম, জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর অন্যান্য বিচারকগণ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, জেলা বারের আইনজীবীগণ, এনজিও প্রতিনিধিগণ, জেলা লিগ্যাল এইড কমিটি থেকে আইনী সহায়তা প্রাপ্ত ব্যক্তিগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সভাপতি জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা জেলা লিগ্যাল এইডের কার্যক্রমের অগ্রগতি ও জেলার তৃণমূল পর্যায়ের মানুষের কাছে এই কার্যক্রমকে পৌঁছে দেওয়াসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয় উল্লেখ করে বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও দিনব্যাপী লিগ্যাল এইউ মেলার উদ্বোধন করেন।
এছাড়াও জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেলভুক্ত আইনজীবীদের মধ্যে এডঃ জয়নাল আবেদীনকে শ্রেষ্ঠ আইনজীবী হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।