॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জুড়ান মোল্লার পাড়ায় মেয়ের জামাই বাড়ীতে বেড়াতে এসে গত ২৬শে এপ্রিল রাতে জীবন কুমার সরকার(৬৮) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
জীবন কুমার সরকারের জামাতা গোয়ালন্দের পোল্ট্রি ব্যবসায়ী শংকর কুমার সরকার জানান, তার শ্বশুর ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতার শ্যামনগর এলাকার বাসিন্দা। তিনি কাপড় ব্যবসায়ী। গত ২৪শে এপ্রিল তিনি আমাদের বাড়ীতে বেড়াতে আসেন। তার পাসপোর্ট নং-ঘ৯৩৯৯০৯৬। গত ২৬শে এপ্রিল রাত সোয়া ১১টার দিকে টিভি দেখার সময় তিনি বুকে ব্যাথাজনিত কারণে অসুস্থ্যতা অনুভব করেন। তখন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, চিকিৎসকেরা জানিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
শ্বশুর জীবন কুমার সরকারের মরদেহ ভারতে নেয়া অনেক ব্যয়বহুল হওয়ায় গতকাল ২৮শে এপ্রিল তিনি (জামাতা শংকর কুমার সরকার) শ্বশুরের লাশ ধর্মীয় মতে সৎকার করার অনুমতি চেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেন। বর্তমানে জীবন কুমার সরকারের লাশ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট সুত্র জানায়, বিদেশী নাগরিক হওয়ায় জামাতা শংকর কুমার সরকারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মোঃ শওকত আলী মৃত জীবন কুমার সরকারের মৃতদেহ সৎকার করার অনুমতি প্রদানের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল ২৮শে এপ্রিল বিকেলে পত্র দিয়েছেন। সেখান থেকে পত্র প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানাগেছে।