Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্যাপনে যোগ দেবে ভয়েস অভ্ আমেরিকা— তথ্য সচিব আবদুল মালেক

॥স্টাফ রিপোর্টার॥ ২০২০ সালের ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিশ্বব্যাপী প্রচার কার্যক্রমে যোগ দেবে জনপ্রিয় বেতার মাধ্যম ভয়েস অভ্ আমেরিকা।
গতকাল ২৮শে এপ্রিল সচিবালয়ে তথ্য সচিব আবদুল মালেক এর সাথে বাংলাদেশ সফররত ভয়েস অভ্ আমেরিকার আঞ্চলিক বিপণন পরিচালক ড. জয়েস গোহ (উৎ. ঔড়ুপব ঘমড়য) এবং দক্ষিণ এশিয়া বাণিজ্য প্রসার প্রতিনিধি মনোজ রায়(গড়হড়ল জড়ু) এর বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়।
১৯৪২ সনে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের এই বিশ্ব গণমাধ্যম সংস্থাটি গত ৬১বছর ধরে বাংলায় অনুষ্ঠান প্রচার করে বাংলা ভাষাভাষীদের কাছে যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে তার প্রশংসা করে তথ্যসচিব বলেন, ‘আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী প্রচার কার্যক্রমে বিবিসি, এনএইচকে ও অন্যান্য বৈশ্বিক গণমাধ্যমের পাশাপাশি ভয়েস অভ্ আমেরিকার সহযোগিতাও কামনা করি।’
ভয়েস অভ্ আমেরিকার প্রতিনিধিদ্বয় এ বিষয়ে তাদের সংস্থার পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেন। সচিব আবদুল মালেক উত্থাপিত প্রস্তাব অনুযায়ী ড. জয়েস গোহ এবং মনোজ রায় জানান, ২০২০ সনের ১৭ মার্চ থেকে ২০২১ সনের ১৭ মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ ঘোষিত এক বছর নিয়মিতভাবে বঙ্গবন্ধুর ওপর বিভিন্ন অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা নেবে ভয়েস অভ্ আমেরিকা। তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ অফিসার বৈঠকে উপস্থিত ছিলেন।