॥এম.এইচ আক্কাস॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ভূমির পরিবর্তন ঘটিয়ে মাটি কর্তনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
গতকাল ২৭শে এপ্রিল বিকালে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ভাগলপুরের চর মাইটকোড়া এলাকায় তিনি এই অভিযান চালান। এ সময় ওই এলাকার জনৈক আজিজ সরদারের ফসলী জমি থেকে মাটি কর্তনকারী ভেকুর মালিক/চালক পালিয়ে যাওয়ায় ভেকুর ইঞ্জিন ও নানা যন্ত্রাংশ নষ্ট করে দেয়া হয়। এছাড়া ওই মাটি পরিবহনকারী একটি ট্রাক (ফরিদপুর-ড-১১-০১০৯) পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চালকসহ আটক করা হয়। রাত ৮টার দিকে ট্রাকটির মালিক ফরিদপুরের শিবরামপুর মদনদিয়া গ্রামের মাসুদ শেখ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)’র কার্যালয়ে হাজির হয়ে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় ভূমির পরির্বতন ঘটিয়ে ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এই মাটি পরিবহনকারী ট্রাক থেকে সড়কের ওপর মাটি পড়ে ধুলাবালু ও কাদামাটি হয়ে পথচারী ও যানবাহন চলাচলে বিঘœ হওয়াসহ জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তাই জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়। জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রাকের মালিককে দন্ড বিধির ২৯১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ফেলে যাওয়া একটি ভেকুর কাউকে পাওয়া যাওয়ায় এবং জব্দ করা সম্ভব না হওয়ায় সেটির ইঞ্জিন অকেজো করে দেয়া হয়।