॥ইউসুফ মিয়া॥ পেয়ারটপ কোম্পানীর ওষুধ বিক্রির টার্গেট পূরণ করে মোটর সাইকেল পুরস্কার পেলেন রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পোল্ট্রি খামারী মোঃ রুহুল খান।
গতকাল ২৭শে এপ্রিল দুপুরে পেয়ারটপ লিমিটেডের চেয়ারম্যান ডাঃ সৈয়দ মোস্তফা আলী শামীম খামারী রুহুল খানের গোবিন্দপুর গ্রামের বাড়ীতে গিয়ে তার নিকট ১০০ সিসির বাজাজ প্লাটিনা মোটর সাইকেল ও নগদ ৪০ হাজার টাকা হস্তান্তর করেন। মোটর সাইকেলটির বর্তমান বাজারমূল্য ৯৭ হাজার ৭শত টাকা। এ সময় পেয়ারটপের রাজবাড়ী রিজিওনাল সেলস্ ম্যানেজার পার্থ দত্ত, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য সাচ্চু আলী খান, পূজা পোল্ট্রি ফার্মের মালিক পরিতোষ কুমার সূত্রধর, পোল্ট্রি ব্যবসায়ী হাফিজুর রহমান হাফিজ, সাইফুল মন্ডল, আজাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পেয়ারটপ লিমিটেডের চেয়ারম্যান ডাঃ সৈয়দ মোস্তফা আলী শামীম জানান, ৩ বছরে কোম্পানীর ৬ লক্ষ ৪৮ হাজার টাকার পোল্ট্রি ওষুধ বিক্রির টার্গেট পূরণ করায় কোম্পানীর প্রতিশ্রুতি অনুযায়ী খামারী রুহুল খানকে এই মোটর সাইকেল ও অর্থ পুরস্কার দেয়া হলো।
ইতিপূর্বেও রাজবাড়ীর কয়েকজন পোল্ট্রি খামারী ও ব্যবসায়ী একইভাবে বিক্রির টার্গেট পূরণ করে মোটর সাইকেল পুরস্কার পেয়েছেন। পেয়ারটপ কোম্পানী সবসময় মানসম্মত পোল্ট্রি ওষুধ বাজারজাত করে। তিনি পেয়ারটপ কোম্পানীর ওষুধ ব্যবহারের জন্য পোল্ট্রি খামারীদের প্রতি আহ্বান জানান।
রুহুল খান জানান, পোল্ট্রি খামারের পাশাপাশি খানগঞ্জ বাজারে ‘খান পোল্ট্রি হাউজ’ নামে তার একটি দোকান রয়েছে। তিনি নিজের ফার্মে পেয়ারটপের ওষুধ ব্যবহারের পাশাপাশি অন্যান্য খামারীদের কাছে বিক্রি করে ৩ বছরে কোম্পানীর ৬ লক্ষ ৪৮ হাজার টাকার টার্গেট পূরণ করেছেন। প্রতিশ্রুতি অনুযায়ী তাকে মোটর সাইকেলটি দেয়ায় তিনি পেয়ারটপ কোম্পানীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।