রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোয়াইলবাড়ী গ্রামের দরিদ্র পরিবারের সন্তান ও বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্র সাব্বির আহম্মেদের উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম,পিপিএ-(সেবা) গতকাল ২৭শে এপ্রিল দুপুরে তার কার্যালয় থেকে সাব্বিরের মা সুমাইয়া পারভীনের কাছে নগদ ৪০হাজার ৪০০ টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়াটার) মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার এবং জেলা বিশেষ শাখার ডিআইও-২ ইন্সপেক্টর মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ দুই বছর যাবৎ প্লাস্টিক অ্যানিমিয়া নামক কঠিন রোগে আক্রান্ত মেধাবী ছাত্র সাব্বির আহম্মেদের ভারতে উন্নত চিকিৎসার জন্য ৪০ লক্ষ টাকা প্রয়োজন। তার মা সুমাইয়া পারভীন গত ১লা এপ্রিল রাজবাড়ীর পুলিশ সুপারের কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন। এ প্রেক্ষিতে পুলিশ সুপারের উদ্যোগে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের পক্ষ থেকে ৪০হাজার ৪০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় -মাতৃকণ্ঠ।