॥মোক্তার হোসেন॥ পাংশা শিল্প ও বণিক সমিতির আওতাধীন বাজার সিসি ক্যামেরার আওতাভুক্তকরণ কার্যক্রম গতকাল ২৬শে এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে উদ্বোধন করা হয়েছে।
পাংশা শহরের কালিবাড়ী তিনরাস্তা মোড়ে উদ্বোধন অনুষ্ঠানে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা পৌরসভার কাউন্সিলর লাবলু বিশ্বাস, বাদশা মন্ডল ও আব্দুল আলীম মুন্সী, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী, পাংশা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুন্ডু, ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে ও উত্তম রায়, পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরজু, বিশিষ্ট ব্যবসায়ী অশোক পাল, লালটু বিশ্বাস, নবীন বিশ্বাস, অসিত কুন্ডু, আকতার হোসেন, মোঃ লালন, মোকছেদ আলী, জীবন বিশ্বাসসহ পাংশা শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা মোঃ আবু জ্বর।
জানা যায়, প্রাথমিক ভাবে পাংশা শিল্প ও বণিক সমিতির আওতাধীন বাজারের জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে ২৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বাজার সিসি ক্যামেরার আওতাভুক্তকরণে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রশংসনীয় উদ্যোগ বলে অভিমত ব্যক্ত করেন।