॥এম.এইচ আক্কাস॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাটারী ও টায়ার সমস্যার কারণে এক সপ্তাহ যাবৎ বন্ধ রয়েছে। এতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করা রোগীরা বিপাকে পড়ছেন। সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
জানা গেছে, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী এ্যাম্বুলেন্সের ব্যাটারী ও টায়ার দীর্ঘ ব্যবহারের কারণে দুর্বল হয়ে গেছে। ফলে রোগী নিয়ে পথিমধ্যে আটকা পড়ার শঙ্কা রয়েছে। তাই এ্যাম্বুলেন্সের চালক ঝুঁকি নিয়ে রোগী বহন করছেন না।
এ বিষয়ে এ্যাম্বুলেন্সের চালক নাসির উদ্দিন বলেন, এ্যাম্বুলেন্সের চাকায় ১লক্ষ কিলোমিটার পথ চলার কথা থাকলেও চালানো হয়েছে পৌনে ৩লক্ষ কিলোমিটার। ব্যাটারী ১বছরের স্থলে প্রায় আড়াই বছর চলছে। কোন কিছুই পাল্টানো হচ্ছে না। এ অবস্থায় রোগী বহন করলে মাঝ পথে দুর্ঘটনার শংকা থেকে যায়। তাই ঝুঁকি নিয়ে এ্যাম্বুলেন্স চালাচ্ছি না।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর/ইনডোর মিলে প্রতিদিন গড়ে দুই শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সংকটসহ উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাদের মধ্যে অনেক রোগীকে রাজবাড়ী, ফরিদপুর, ঢাকায় রেফার করা হয়। কিন্তু একমাত্র এ্যাম্বুলেন্সটি বন্ধ থাকায় তাদের চরম দুর্ভোগে পড়তে হয়।
আরিফ হোসেন নামের একজন রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, এ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় দরিদ্র রোগীরা চরম বিপাকে পড়ছেন। তিনি যত দ্রুত সম্ভব এ্যাম্বুলেন্স সার্ভিস চালুর দাবী জানান।
এ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকার বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ বলেন, আমি একটি কোর্সের জন্য বাইরে আছি। ফিরে এসে এ ব্যাপারে ব্যবস্থা নিব।