॥গোয়ালন্দ প্রতিনিধি॥ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার পক্ষ থেকে গতকাল ২৫শে এপ্রিল পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি ও প্রথম আলো বন্ধুসভার সভাপতি মুহাম্মদ বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু।
শিক্ষক সমিতির নেতা ও হাজী দুদুখান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতির সঞ্চালনায় অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মতো নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলা, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দ্বিতীয় বারের মতো নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীনকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মালেক, উপজেরা ইনষ্ট্রাক্টর মোঃ বজলুর রশিদ, সাহাজউদ্দিন মন্ডল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম, সাহাজদ্দিন মাতুব্বর পাড়ার প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি কেএম বেলায়েত হোসেন ও প্রধান শিক্ষক সুশিল কুমার রায় প্রমুখ।