॥চঞ্চল সরদার॥ আল বারাকা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এবিডিএফ)-এর রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ২৫শে এপ্রিল দুপুরে সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের হল রুমে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চেীধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এবিডিএফের জলবায়ু কার্বন হ্রাস প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক নাজমুল হাসান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে প্রকল্পের উপ-অতিরিক্ত প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম ও অন্যান্যের মধ্যে এবিডিএফের বালিয়াকান্দি উপজেলার এরিয়া ইনচার্জ দেবানন্দ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এবিডিএফের জেলা সমন্বয়কারী আকতার হোসেন।
কর্মশালায় বক্তাগণ বলেন, গাছের মাধ্যমে আমরা বিশ^ জলবায়ু পরিবর্তন প্রতিরোধ করতে পারি। এই গাছের মাধ্যমে দেশ এবং বিদেশ ভালো থাকতে পারে। তাই আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, যার মাধ্যমে আমরা সুন্দর একটি পৃথিবী পাব। যারা গাছ লাগানোর মতো মহৎ কাজ করবে তারা মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যাবে।