॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোশারফ হোসেন মনির (২০)কে থানা পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মোশারফ হোসেন মনির ফরিদপুরের মধুখালী উপজেলার কারন্দপুর গ্রামের ইসমাইল বেপারীর ছেলে। তার কাছ থেকে ডাকাতি হওয়া মালামালের মধ্যে নগদ ৮হাজার টাকা ও ১টি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে।
ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার এস.আই অংকুর ভট্টাচার্য্য জানান, গত ২৪শে এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমিসহ থানার এস.আই বদিয়ার রহমান এবং এস.আই দিপন মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ এলাকা মধুখালীর কারন্দপুর থেকে মোশারফ হোসেন মনিরকে গ্রেফতার করি। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে নিজ বসতঘরের টিনের বাক্সের ভিতর থেকে লুন্ঠিত মালামাল (যা সে ভাগে পেয়েছিল) উদ্ধার করা হয়।
উল্লেখ, গত ৩১শে মার্চ রাতে আলোকদিয়া গ্রামের আবু জাহিদ মোল্লার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ৫/৬ জনের একদল ডাকাত গ্রীল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ঘটনার পরের দিন ১লা এপ্রিল অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামী করে বালিয়াকান্দি থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।