॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল বৃহস্পতিবার দুই দিন ব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৪০তম বিজ্ঞান অলিম্পিয়াড শেষ হয়েছে।
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মুক্ত মঞ্চে চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। গত বুধবার দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু।
“বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মুল শক্তি” এই শ্লোগানকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু।
উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণের মধ্য দিয়ে দুই দিনের অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্টলে অংশ গ্রহণ করে।
সমপানী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন, রাবেয়া ইদ্রিস ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল ও সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার মিত্র প্রমূখ।
কুইজ প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপের মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে গোয়ালন্দ দেওয়ান পাড়া রহমত উল্লাহ কলেজিয়েট স্কুলের ছাত্র মোঃ নাফিস, বড়দের মধ্যে প্রথম স্থান অধিকার করে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের ছাত্র নাফিজুল হাসান জিসান।
এছাড়া কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ এবং মাধ্যমিক পর্যায়ে শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়। পরে বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনের বিজ্ঞান মেলা সমাপ্ত হয়।