॥স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে গতকাল ২৫শে এপ্রিল রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজারের আজিম সুইটস নামের একটি মিষ্টির দোকানকে জরিমানা এবং বিপুল পরিমাণ মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম এই ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের মিষ্টি তৈরীর দায়ে বসন্তপুর বাজারের আজিম সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় ১হাজার টাকা জরিমানা এবং প্রায় ৩মণ মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়। পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
এছাড়াও অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ধারণা দেয়া হয় এবং আইনটি সম্বলিত লিফলেট বিতরণ করে সকলকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।