॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী শহরের শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ১লা মার্চ বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি কাজী রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, মাদরাসার গভর্নিং বডির সদস্য মোঃ আজগর আলী বিশ্বাস ও মাদরাসার বিদায়ী অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ সামসুর রহমান বক্তব্য দেন।
অন্যান্যের মধ্যে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দিদারুল্লাহ, গভর্নিং বডির টিআর সদস্য আঃ করিম মোল্লা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদরাসার আরবী প্রভাষক মোহাঃ তাওহীদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশে আরো উন্নয়ন হবে। বর্তমান সরকার সরকারী-কর্মচারীদের বেতন দ্বিগুন করেছেন। যা কোন সরকার করতে পারবে নাই।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শুধু মাদ্রাসায় আসা যাওয়া করলেই হবে না। প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে হলে তোমাদেরকে ভাল করে লেখাপড়া করতে হবে। জাতীয় সংগীত শুদ্ধ করে গাইতে হবে। কেউ যেন উগ্র জঙ্গীবাদে না জড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে।
জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, দেশ গড়ার দায়িত্ব তোমাদের। তোমরা দেশকে ভালোবাসবে। মা-বাবাকে ভালোবাসবে। শিক্ষককে ভালোবাসবে। তোমাদের মধ্যে প্রতিভা আছে। সেই প্রতিভা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।