শনিবার, ২৪ মে ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে সিভিল সার্জনের কার্যালয়ের তত্বাবধানে গতকাল ২৪শে এপ্রিল বেলা ১১টায় সিভিল সার্জনের কার্যায়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্সের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা পুষ্টি কমিটির সভাপতি মোঃ শওকত আলী, অন্যান্যের মধ্যে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ কাজী শফিউল আজম শুভ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মানজুরাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে রাজবাড়ী জেলা পর্যায়ে জাতীয় পুষ্টি সপ্তাহের (২৩-২৯শে এপ্রিল) কর্মসূচীসমূহ তুলে ধরা হয়।
কর্মসূচীর মধ্যে রয়েছে, ১ম দিন ২৩শে এপ্রিল বেলা সাড়ে ১১টা থেকে সুসজ্জিত গাড়ীতে দিনব্যাপী পুষ্টি প্রচারণা, ২য় দিন ২৪শে এপ্রিল সকাল ৯টায় সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান ও র‌্যালী, সাড়ে ৯টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, বেলা ১১টায় একই স্থানে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে সাংবাদিক সম্মেলন, সদর হাসপাতালের স্বাস্থ্য শিক্ষা কর্ণার, মা ও শিশু কল্যাণ এবং বেসরকারী ক্লিনিকসমূহে মাতৃপুষ্টি ও মায়ের দুধের গুরুত্ব বিষয়ক কাউন্সেলিং সেশন, ৩য় দিন ২৫শে এপ্রিল সকাল ১০টায় সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় পুষ্টির গুরুত্ব, স্যানিটেশন ও হাইজিনের বিষয়ে ১ঘন্টার পাঠদান, বেলা ১১টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে ৫ বছরের নিচের শিশুদের পুষ্টি বিষয়ক আলোচনা, সাড়ে ১১টায় একই স্থানে অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সমস্যা সম্পন্ন শিশুদের পুষ্টি, বেলা ১২টায় সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের নিয়ে মৌসুম অনুযায়ী ফলমূল ও শাকসবজি উৎপাদন নিয়ে আলোচনা এবং এ সংক্রান্ত প্রতিযোগিতা, একই সময়ে সদর উপজেলার সুবিধাজনক স্থানে মা-বাবা, বৌ-শাশুড়ীদের নিয়ে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর তৈরীকৃত খাবার নির্বাচন প্রতিযোগিতা, বেলা ৩টায় জেলা শিশু একাডেমীতে চিত্রাংকন প্রতিযোগিতা, ৪র্থ দিন ২৬শে এপ্রিল সকাল ১০টায় সদর হাসপাতালের পুষ্টি কর্ণারে পুষ্টি মেলা, বেলা সাড়ে ১২টায় সকল মসজিদে পবিত্র জুম্মার নামাজের খুৎবার আগে ইমাম/খতিব কর্তৃক পুষ্টি সংক্রান্ত বক্তব্য প্রদান, সুবিধামত সময়ে সকল মন্দিরে পুষ্টি সংক্রান্ত বক্তব্য প্রদান, ৫ম দিনে ২৭শে এপ্রিল সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সকল কমিউনিটি ক্লিনিকে আই,ওয়াই,সি,এফ সেবা প্রদান ও সুষম খাদ্য ও পুষ্টি বিষয়ক কাউন্সেলিং, ৬ষ্ঠ দিনে ২৮শে এপ্রিল বেলা ১১টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে বয়ষ্কদের পুষ্টি ও পুষ্টি উন্নয়নে বহুমাত্রিক সমন্বয়ের গুরুত্ব ও করণীয় বিষয়ক আলোচনা সভা এবং ৭ম দিন ২৯শে এপ্রিল বেলা ১১টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!