॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ কেন্দ্রে অনুমোদিত হওয়ায় কাজী ইরাদত আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক খন্দকার সাইফুদ্দিন হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গতকাল ২৪শে এপ্রিল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মোসলেম উদ্দিন, কার্যকরী সভাপতি আব্দুর রশিদ, জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতি হক সৌরভ এবং জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ওহাব সরদারসহ শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা জানানোর সময় কাজী ইরাদত আলী শ্রমিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে নিয়েই আমি পথ চলতে চাই। বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করে গেছেন। শ্রমিকরা যাতে মাথা উঁচু করে কাজ করতে পারে তার জন্য বঙ্গবন্ধু শ্রমিক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। শ্রমিক সংগঠনগুলো শক্তিশালী হলে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য জননেত্রী শেখ হাসিনা আমাকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদেরকে নিয়েই সংগঠনকে শক্তিশালী করবো। আজ দেশের মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। চিকিৎসা সেবা পাচ্ছে। শ্রমিকদের মজুরী বেড়েছে। মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। এসব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। নিজেদের অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।