॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা ফুড গোডাউনে গতকাল ২৪শে এপ্রিল দুপুরে সরকারী ভাবে গম সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ফিতা কেটে কৃষি কার্ডের মাধ্যমে সরকারী ভাবে গম ক্রয় কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় পাংশার ওসি-এলএসডি তারিকুল ইসলাম সবুজ, মাছপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ দাস, ফুড গোডাউনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ওসি-এলএসডি তারিকুল ইসলাম সবুজ জানান, ২৮ টাকা দরে প্রতি কেজি গম ক্রয় করা হচ্ছে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ও সর্বনিম্ন ১৫০ কেজি গম ফুড গোডাউনে বিক্রি করতে পারবেন। ৪২৪ মেটিক টন গম ক্রয়ের টার্গেট রয়েছে। আগামী ৩০শে জুনের মধ্যে সরকারীভাবে গম ক্রয় করা যাবে বলে উল্লেখ করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে ক্রয়কৃত গমের টেম্পার পর্যবেক্ষণ করেন ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় ফুড গোডাউনে সরকারী চালের বস্তার ওজনও পর্যবেক্ষণ করেন তিনি।