॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ২৪শে এপ্রিল বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিউর রহমান নবাব, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর মোল্লা, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাওয়া খাতুন ও কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) সহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।