রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় গ্রাহকের ৩০লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আরবান সমিতি লাপাত্তা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

॥মোক্তার হোসেন॥ প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে রাজবাড়ী জেলার পাংশায় আরবান ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা সমিতির কার্যালয়ে তালা মেরে লাপাত্তা হয়েছে।
তারা সমিতির অর্ধশত গ্রাহকের জমাকৃত প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সমিতির ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা জমাকৃত টাকা ফেরত পেতে এক সপ্তাহ ধরে সমিতির কর্মকর্তা কর্মচারীদের হন্যে হয়ে খুঁজছেন এবং ক্ষতিগ্রস্তরা হয়ে বিভিন্ন জায়গায় ধর্না দিচ্ছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার জনৈক মশিউর রহমান রাজবাড়ী জেলা সমবায় কার্যালয় থেকে রাজ-৫৬, তাং-২৩/১/২০১৩ খ্রিঃ আরবান ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের রেজিস্ট্রেশন নিয়ে নিজে সমিতির ম্যানেজার হিসেবে পাংশা শহরের অনূপ দত্ত মার্কেটের দ্বিতীয় তলায় অফিস ভাড়া নিয়ে কয়েক বছর যাবত আরবান ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম পরিচালনা করেন। সেই সাথে ম্যানেজার মশিউর রহমানের স্ত্রী সমিতির ক্যাশিয়ার ও ভাই অফিস সহকারী এবং কুষ্টিয়ার দৌলতপুরের জনৈক আজগর হোসেন সমিতির মাঠকর্মী হিসেবে কাজ করছিলেন। গ্রাহকদের মাঝে সমিতির লেনদেন কার্যক্রমের এক পর্যায়ে গত ২০শে ফেব্রুয়ারী অফিসে তালামেরে ম্যানেজার মশিউর রহমানসহ কর্মরত সকলে লাপাত্তা হয়।
পাংশা শহরের দত্ত মার্কেটের বিসমিল্লাহ টেইলারিং-এর মালিক শরিফুল ইসলাম জানান, তিনি নিজে ৮০হাজার টাকা ও তার টেইলার মাষ্টার সাইফুল ইসলাম ১০ হাজার টাকা সমিতিতে জমা দিয়েছেন।
স্টেশন বাজারের ফলের আড়তদার কাওছার আলী মিয়া জানান, তিনি নিজে ১লাখ ১০ হাজার টাকা সমিতিতে জমা দিয়েছেন।
স্টেশন মসজিদ মার্কেটের মুদিখানা দেকানদার শাহজাহান মন্ডল জানান, তিনি নিজে ৫০হাজার ৬শ’ টাকা সমিতিতে জমা দিয়েছেন। এসব টাকা ছাড়াও পাংশা রেলওয়ে স্টেশনের চা দোকানদার সাব্বির হোসেনের ১৭হাজার টাকাসহ সমিতির প্রায় ৫০জন গ্রাহকের প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ করেন ফল ব্যবসায়ী কাওছার আলী মিয়া।
এ ব্যাপারে সংস্থার ম্যানেজার মশিউর রহমানের ব্যবহৃত ০১৭১৭৭২১৫১৫ মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা এস.এম কামরুন্নাহার জানান, গত মাসে আরবান ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কার্যালয় ভিজিট করেন তিনি। গতকাল মঙ্গলবার থেকে শুনছি আরবান ব্যবসায়ী সমবায় সমিতির কর্মকর্তারা কার্যালয়ে নেই।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!