॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ২৩শে এপ্রিল সকালে গোপালগঞ্জ সদরের থানা মোড় এলাকা থেকে মানিক বালা(২৪) নামের এইচএসসির ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। সে গোপালগঞ্জ সদর থানাধীন নিজরা শিকিপাড়া গ্রামের ছনু চন্দ্র বালার ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গ্রেফতারকৃত মানিক বালা অতিরিক্ত অর্থের বিনিময়ে মোবাইলের সিম কার্ড ভুয়া নামে রেজিস্ট্রেশন করে অসত্য তথ্য ব্যবহার করে গফ গধংযঁফ (ঝড়যধহ) নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ও রেজাল্ট পরিবর্তন করে দেয়ার কথা বলে প্রতারণা করে আসছিল।