॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুরের কোতয়ালী থানাধীন ভাটপাড়া এলাকা থেকে এইচএসসির ভুয়া প্রশ্নফাঁস ও বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া রেজাল্ট পরিবর্তনকারী প্রতারক চক্রের সদস্য শরিফুল ইসলাম (১৯)কে গ্রেফতার করেছে র্যাব।
গত ১৯শে এপ্রিল রাতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম ভাটপাড়ার বিল্লাল ফকিরের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গ্রেফতারকৃত শরিফুল ইসলাম একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। সে অতিরিক্ত অর্থের বিনিময়ে মোবাইলের সিম কার্ড ভুয়া নামে রেজিস্ট্রেশন করে অসত্য তথ্য ব্যবহার করে জি-মেইল একাউন্ট (jsshakibislam@gmail.com) খুলে উক্ত জি-মেইল একাউন্ট ব্যবহার করে MD Shakib Islam নামে একটা ভুয়া ফেসবুক একাউন্ট ও BD ALL EXAM Question ফেসবুক পেজ খুলে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও বিভিন্ন পাবলিক পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করে দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার কথা স্বীকার করেছে। তাকে ফরিদপুরের কোতয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।