॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাইকুড়ি গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেছে চিত্ত রঞ্জন প্রামানিক(৪৫) নামের এক লম্পট।
এ ঘটনায় ধর্ষিতা স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে গতকাল ২০শে এপ্রিল বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ধর্ষক চিত্ত রঞ্জন প্রামানিককে গ্রেফতার করেছে। সে সোনাইকুড়ি গ্রামের জগন্নাথ প্রামানিকের ছেলে।
ধর্ষিতা স্কুল ছাত্রী জানায়, সে তালতলা সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। চিত্ত রঞ্জন প্রামানিক টাকার লোভ দেখিয়ে বিভিন্ন সময় তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিত। ১০দিন পূর্বে চিত্ত রঞ্জন প্রামানিক তাকে টাকার লোভ দেখিয়ে বাড়ীর পাশের মেহগনি বাগানের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি সে চেপে গেলেও চিত্ত রঞ্জন প্রামানিক টাকার আবারও তাকে ধর্ষণের সুযোগ খুঁজতে থাকে এবং টাকার লোভ দেখাতে থাকে। পরে বিষয়টি অভিভাবকরা জানতে পারে।
এ ঘটনায় গতকাল ২০শে এপ্রিল ওই ছাত্রীর বাবা বালিয়াকান্দি থানায় চিত্ত প্রামানিককে আসামী করে মামলা দায়ের করলে দুপুরে তাকে গ্রেফতার করা হয়। একই দিন আদালতের মাধ্যমে চিত্ত প্রামানিককে কারাগারে পাঠানো হয়েছে।