রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ধর্মঘটে অচল দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

॥শিহাবুর রহমান॥ দুই দিন ব্যাপক ভোগান্তির পর চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক-মালিক ফেডারেশন।
গতকাল ১লা মার্চ বেলা আড়াইটার দিকে মতিঝিলে বিআরটিসি ভবনে সংবাদ সম্মেলন করে এই কথা জানান নৌ মন্ত্রী ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।
তবে তার আগে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক-মালিক ফেডারেশনের ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটে সারাদেশের ন্যায় অচল হয়ে পড়ে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট।
এতে উভয় ঘাটের উপর নির্ভরশীল কয়েক শত মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। সেই সাথে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীসহ সাধারণ মানুষ।
অপরদিকে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঘাটে পরিবহন না থাকায় ফেরী পারাপার বন্ধের উপক্রম হয়ে ২দিনে কমপক্ষে ৩০লক্ষ টাকা রাজস্ব আয় বঞ্চিত হয়েছে বিআইডব্লিউটিসি।
তিনি জানান, ধর্মঘটের ফলে গত ২৮শে ফেব্র“য়ারী সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া রুটের চলাচলকারী ১৫টি ফেরী যানবাহনের অভাবে উভয় ঘাটে অলসভাবে বেঁধে রাখা হয়েছে। অনেকক্ষন পর পর ব্যক্তিগত কিছু গাড়ী ও ২/১টি এ্যাম্বুলেন্স আসলে সেগুলো ছোট ফেরীতে লোড দিয়ে পার করা হচ্ছে। এতে দুই দিনে কমপক্ষে ৩০লক্ষ টাকা আয় থেকে বঞ্চিত হবে সরকার।
সরেজমিন ঘুরে দেখা যায়, রাজবাড়ীতে কোন দুরপাল্লার বাস বা ট্রাক প্রবেশ করছে না। চলছে না লোকাল যাত্রীবাহী বাসও। সড়কে বাস না চলায় যাত্রীরা ব্যাটারী চালিত অটোবাইক ও মাহিন্দ্র গাড়ীতে যাতায়াত করছে। তবে কিছু ব্যক্তিগত যানবাহন ও এ্যাম্বুলেন্স চলছে।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু জানান, কেন্দ্রীয় নির্দেশে গতকাল ১লা মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ীতেও ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!