॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুরের কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় থেকে ১১৩ পিস ইয়াবাসহ দৌলতদিয়ার মাদক বিক্রেতা বিজয় প্রামানিক (১৯)কে গ্রেফতার করেছে র্যাব।
গত ১৭ই এপ্রিল দিনগত গভীর রাতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ী রাস্তার মোড় মসজিদ মার্কেটের মেসার্স গ্রীন কনস্ট্রাকশন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিজয় প্রামানিক রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়ার হারুন প্রামানিকের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, মাদক ব্যবসায়ী বিজয় প্রামানিক দীর্ঘদিন যাবৎ ফরিদপুরের কোতয়ালী থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় পাইকারীভাবে ইয়াবা সরবরাহ করে আসছিল। গ্রেফতারের পর তাকে ফরিদপুরের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।