॥কবির হোসেন॥ রাজবাড়ী সরকারী টাউন মক্তব প্রাথমিক বিদ্যালয়ে গত ২৩শে ফেব্রুয়ারী উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৩য় থেকে ৫ম শ্রেণীর ২২জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৭জন নির্বাচিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১০৮২জন।
নির্বাচিতরা হলো ঃ ২৭৮ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করে ৪র্থ শ্রেণীর পদ্মা শাখার সৈয়দ ফেরদৌস সীমা, ২৭৪ ভোট পেয়ে ২য় স্থান অধিকার করে ৩য় শ্রেণীর আম শাখার খোন্দকার আরেফিন হোসেন মুগ্ধ, ২৪২ ভোট পেয়ে ৩য় স্থান অধিকার করে ৩য় শ্রেণীর কাঠাল শাখার নূর মোহাম্মদ ইয়াসফি, ২৩০ ভোট পেয়ে পদ্মা শাখার ৪র্থ শ্রেণীর নাহিয়ান আহনাফ অরোরা ৪র্থ স্থান অধিকার করে, ২১৯ ভোট পেয়ে ৫ম স্থান অধিকার করে ৫ম শ্রেণীর শ্যামা শাখার হুমায়রা খান দোয়া, ২১০ ভোট পেয়ে ৫ম শ্রেণীর শ্যামা শাখার মোঃ জাবির হোসেন মিয়া ৬ষ্ঠ স্থান অধিকার করে, ১৮২ ভোট পেয়ে আম শাখার ৩য় শ্রেণীর ইনতেসার মাহফুজ মাহি ৭ম স্থান অধিকার করে। মোট ৭০% ভোট কাস্টিং হয়।
নির্বাচন চলাকালে সদর উপজেলা চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী, উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন সহকারী শিক্ষা অফিসার মোশারফ হোসেন। এ সময় স্কুলের প্রধান শিক্ষক জুন কক্সসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।