সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাবনা স্টেডিয়ামে রাজবাড়ীসহ ১৪টি জেলার ৫৯৫জন চরমপন্থীর আত্মসমর্পণ॥সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে আসুন,নইলে রক্ষা পাবেন না—স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান

  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপির নিকট ৫৯৫জন চরমপন্থী গতকাল ৯ই এপ্রিল বিকেলে পাবনার শহীদ এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে আত্মসমর্পণ করেছেন।
আত্মসমর্পণকারী চরমপন্থীরা আগ্নেয়াস্ত্র ও স্থানীয়ভাবে তৈরী অস্ত্র স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট জমা দেন। অনুষ্ঠানে পাবনা ও রাজবাড়ীসহ ১৪টি জেলা এবং চারটি দলের ৫৯৫জন চরমপন্থী আত্মসমর্পণ করেছে।
আত্মসমর্পণকারী চরমপন্থীরা পাবনা, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, রাজবাড়ী, ফরিদপুর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, যশোর ও টাঙ্গাইল জেলার অধিবাসী।
আত্মসমর্পণকারীদের মধ্যে পূর্ববাংলা সর্বহারা পার্টি, পূর্ববাংলা কমিউনিস্ট(লাল পতাকা) পার্টি, নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও কাদামাটি পার্টির সদস্যরা রয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আত্মসমর্পণের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাদের ১৬জন দলনেতাকে স্বাভাবিক জীবনে ফিরে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর্থিক অনুদান প্রদান করেন। আত্মসমর্পণকারীরা সবাই এই আর্থিক অনুদান পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রী আত্মসমর্পণ অনুষ্ঠানে বলেন, ‘অন্ধকার পথ ছেড়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আলোকিত জীবন যাপনে ফিরে আসার জন্য আজকে যারা আত্মসমর্পণ করল তারা ভবিষ্যতে যাতে সততার সাথে স্বাভাবিক জীবন যাপন করতে পারে সেজন্য সরকারের পক্ষ হতে সব ধরণের সহযোগিতা দেয়া হবে। আজকে যারা আত্মসমর্পণ করলেন তাদের আমি সাধুবাদ জানাই। তারা সরকারের পক্ষ হতে আইনি সহযোগিতা পাবেন।’
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘যারা এখনও আত্মসমর্পণ করেননি তারা প্রধানমন্ত্রীর দেয়া আত্মসমর্পণের সুযোগটি গ্রহণ করুন। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী এখন অনেক আধুনিক ও চৌকস। আপনারা আর নৈরাজ্য করার সুযোগ পাবেন না। নিজেদের পরিবারের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে আসুন। পরিবারের হাল ধরুন। নইলে নিরাপত্তা বাহিনীর হাত থেকে রক্ষা পাবেন না।’
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশে কোন দুস্কৃতিকারীর স্থান হবে না। এখন জলদস্যু, বনদস্যু ও মাদককারবারীরাও আত্মসমর্পণ করছে। এজন্য আমি সব ধরনের দুস্কৃতকারীদের আহ্বান করছি আপনারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন।’
পাবনা জেলা পুলিশের উদ্যোগে এবং পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম,বিপিএম-পিপিএম এর সভাপতিত্বে আয়োজিত এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুর রহমান ডিলু এমপি, মোঃ শামসুল হক টুকু এমপি, গোলাম ফারুক প্রিন্স এমপি, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, মোঃ মকবুল হোসেন এমপি ও আহমেদ ফিরোজ কবীর এমপি।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রাজবাড়ী ঃ রাজবাড়ী জেলা পুলিশের একটি সূত্র জানায়, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-পিপিএম(সেবা) এর তত্ত্বাবধানে এবং ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভূঁইয়ার সমন্বয়ে আত্মসমর্পণ অনুষ্ঠানে রাজবাড়ী জেলার ৩৩জন চরমপন্থী ১৮টি বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ আত্মসমর্র্পন করে।
রাজবাড়ী জেলার আত্মসমর্পনকারী চরমপন্থীরা হলেন ঃ পাংশা উপজেলার চর রামনগর গ্রামের মৃত পেয়ার আলীর ছেলে আল আমিন বেপারী ওরফে সাবানদার(৪৭), হাশেম শেখের ছেলে বাবলু শেখ(৪০), মোহাম্মদ শেখের ছেলে আলতাব শেখ(২০), মৃত জলিল মোল্লার ছেলে ইউনুস মোল্লা(৫৫), শহর শেখের ছেলে নজির শেখ(২৩), হোসেন মন্ডলের ছেলে মালেক মন্ডল(৩৫), আব্দুস সামাদ কারীর ছেলে নূর নবী(২৫), কুরবান খালাসীর ছেলে নাজিম খালাসী(৫২), আব্দুল খালেক শেখের ছেলে মোবারক হোসেন, চর আফড়া (শাহ মীরপুর) গ্রামের আক্কাস শেখের ছেলে ফারুক শেখ(২২), হাবাসপুর গ্রামের মৃত জোনাব আলী মেম্বারের ছেলে মনোয়ার হোসেন মনু(৫৮), গোয়ালন্দ উপজেলার শাহাদত মেম্বার পাড়ার জালাল মোল্লার ছেলে ফারুক মোল্লা, খবির শেখের ছেলে জাহাঙ্গীর শেখ(২১), মডেল স্কুল পাড়ার ইসলাম প্রামানিকের ছেলে সুজন ওরফে জীবন প্রামানিক, ছোট ভাকলা চর বরাট গ্রামের কেদু প্রামানিকের ছেলে ইয়ার আলী প্রামানিক, দৌলতদিয়া হোসেন মন্ডলের পাড়ার মোশারফ প্রামানিকের ছেলে হিরু প্রামানিক(২৪), আসগর প্রামানিকের ছেলে সেলিম প্রামানিক(৩১), লোকমান সর্দারের ছেলে জুয়েল সরদার(২৭), সিদ্দিক কাজীর পাড়ার কালাম বেপারীর ছেলে নজরুল বেপারী (২২), কালুখালী উপজেলার বহরের কালুখালী গ্রামের মৃত রজব আলী শেখের ছেলে আলম শেখ, মোবারক শেখের ছেলে সোহেল শেখ, দুহী মন্ডলের ছেলে মনিরুল ইসলাম, মোতাহার মন্ডলের ছেলে হাছান, মালেক মন্ডলের ছেলে ফারুক মন্ডল, মৃত ময়না মন্ডলের ছেলে শরিফুল ইসলাম মন্ডল, হরিণবাড়ীয়া গ্রামের মোতালেব প্রামানিকের ছেলে করিম প্রামানিক, লস্করদিয়া নারায়ণপুর গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে মোতালেব শেখ, ঠাকুরপাড়া গ্রামের নয়ন শেখের ছেলে সহিদুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে শাহীন, বড় চর বেনীনগর গ্রামের মৃত চেনী উদ্দিন মোল্লার ছেলে জোছন মোল্লা, ধাওয়াপাড়া গ্রামের আবু আলী সরদার ওরফে আবুল সরদারের ছেলে আবজাল

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!