॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপির মৌরাট-পশ্চিম বাগদুলী মাঠে গতকাল ৭ই এপ্রিল বিকেলে ঘৌড় দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলা বর্ষবরণ উপলক্ষে মৌরাট ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার শওকত মন্ডল ও ৯নং ওয়ার্ডের মেম্বার এনায়েত হোসেন এনা এ ঘৌড় দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
মৌরাট ইউপি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফী উদ্দিন পাতা, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান শওকত আলী সরদার, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পাট্টা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলী মন্ডল, মৌরাট ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বকুল ও মৌরাট ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রইচ উদ্দিন মিয়া প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম বাবু।
জানা যায়, ঘৌড় দৌড় প্রতিযোগিতায় মাগুড়ার মোহাম্মদপুর এলাকার আক্তার হোসেনের ঘোড়া প্রথম, পাংশার বাগদুলীর রাকিবুল ইসলামের ঘোড়া দ্বিতীয়, যশোরের জাবেদ আলীর ঘোড়া তৃতীয় ও সজীবের ঘোড়া চতুর্থ স্থান অধিকার করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী ঘোড়ার মালিককে খাসি ছাগল ও চতুর্থ স্থান লাভকারী ঘোড়ার মালিককে মোবাইল ফোন উপহার প্রদান করা হয়।