॥তনু সিকদার সবুজ॥ চাহিদামত যৌতুকের টাকা দিতে না পারায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে স্ত্রী’কে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দিয়েছে পাষন্ড স্বামী রিয়াজ প্রামানিক।
সে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকাপুর গ্রামের টেংরাপাড়ার ওয়াজেদ প্রামানিকের ছেলে। এ ঘটনায় রিয়াজ প্রামানিকের স্ত্রী চুমকি বেগম গতকাল ৪ঠা এপ্রিল বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
স্ত্রী চুমকি বেগমের বড় ভাই ভ্যান চালক পিকুল কাজী জানান, ২০১৩ সালে আমার বোনের সাথে রিয়াজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। আমার বাবা বোনের সুখের কথা চিন্তা করে বিয়ের কিছুদিন পর তাকে নগদ ৫০ হাজার টাকাও দেয়। কিন্তু সে মাঝে-মাঝেই টাকার জন্য চাপ দিতে থাকে। টাকা না দিলে শারীরিক নির্যাতন করতে থাকে। বেশ কয়েকবার আমরা চুমকিকে আমাদের বাড়ীতে নিয়ে আসি এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে অভিযোগ দিলে তারা মুচলেকা দিয়ে নিয়ে যায়। কিন্তু এবার ঐ পাষন্ড আমার বোনকে মেরে চুল কেটে দিয়ে একটি বদ্ধ ঘরের মধ্যে তালা মেরে রাখে। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছি।
নির্যাতনের শিকার গৃহবধূ চুমকি জানান, বাবার বাড়ী থেকে যৌতুক এনে দিতে অপারগতা প্রকাশ করায় গত মঙ্গলবার রাতে তার স্বামী তাকে বেধড়ক মারধর করে চুল কেটে দিয়ে একটি রুমের মধ্যে আটকে রাখে। পরে সে সুযোগ বুঝে এক প্রতিবেশীর মোবাইল ফোন দিয়ে বাবাকে খবর দিলে তারা তাকে উদ্ধার করে।
চুমকি আরও বলেন, বিয়ের পর থেকেই সে আমাকে যৌতুকের জন্য মারধর করতে থাকে। আমি সংসারের মায়ায় এতদিন মুখ বন্ধ করে ছিলাম। কিন্তু এবার আমাকে নির্যাতন করে চুল কেটে দিয়েছে। ও একটা পাষন্ড। আমি এর উপযুক্ত শাস্তি চাই।
বালিয়াকান্দি থানা ওসি একেএম আজমল হুদা জানান, ঘটনাটি শোনার পর আমি তাৎক্ষণিকভাবে ডিউটি অফিসারকে নির্দেশ দিয়েছি অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে নিয়ে আসো। নির্যাতিত মেয়েটি যাতে ন্যায় বিচার পায় সে জন্য আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।