শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

উইবিডি নারী উদ্যোক্তা সম্মাননা পেলেন ডাঃ ফারহানা মোবিন

  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশের নারীরা। সাহস বা কর্মদক্ষতা কোন কিছুতেই পিছিয়ে নেই তারা। প্রযুক্তি এবং নিজের মেধাকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন আমাদের দেশের নারীরা।
এই নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচার-প্রসারসহ তাদের কাজ ও সফলতাকে স্বীকৃতি দেয়ার জন্য উইমেন এন্টারপ্রিনিয়ার্স অব বাংলাদেশ(উইবিডি) গতকাল ৩১শে মার্চ বিকালে রাজধানী ঢাকার ধানমন্ডিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্রেংকেট হলে নারী উদ্যোক্তাদের নিয়ে এক সমাবেশের আয়োজন করে। সেখানে ১০জন সফল নারী উদ্যোক্তাকে বিভিন্ন ক্যাটাগরীতে সম্মাননা প্রদান করা হয়।
তাদের মধ্যে স্বাস্থ্য ও সমাজসেবায় ডাঃ ফারহানা মোবিন, আইটি খাতে ইন্টারেক্টিভ আরটিফ্যাক্টের ম্যানেজিং ডিরেক্টর নুসরাত জাহান, পারলার সেবায় বেয়ার বিজ বিউটি বডি ওয়াক্স এ্যান্ড বিউটি সেলুনের স্বত্বাধিকারী শারমিন সেলিম তুলি, চামড়াজাত দ্রব্য প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণে শাবাব লেদারের স্বত্বাধিকারী মাকসুদা সোয়াইব, অফলাইন বিক্রেতা ক্যাটাগরীতে গ্রুমের স্বত্বাধিকারী রাফাত আরা ডালিয়া, পাটজাত দ্রব্য প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণে তুলিকার স্বত্বাধিকারী ইসরাত জাহান চৌধুরী, দেশীয় পণ্য ক্যাটাগরীতে কলাকার স্বত্বাধিকারী সামা জোহরা, নবীন উদ্যোক্তা ক্যাটাগরীতে এন থ্রির স্বত্বাধিকারী নওরিন নুসরাত নিশিতা, অর্গানিক প্রসাধন সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণে মিমমোসার স্বত্বাধিকারী মনিরা রহমান এবং স্বতন্ত্র উদ্যোক্তা-খামার ক্যাটাগরীতে পারসিয়ান বিড়াল খামারের স্বত্বাধিকারী পারভীন আকতারকে সম্মাননা প্রদান করা হয়।
উইবিবিডির চেয়ারপার্সন শারমিন আকতার সাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর হোসনে আরা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গোলাম মানোয়ার কামাল ও এটুআই ইনোভেটিভ ফর অল এর ইএম সল্যুশনস আর্কিটেক্ট রিজওয়ানুল হক জামি।
এই আয়োজন সম্পর্কে উইবিডি’র চেয়ারপার্সন শারমিন আকতার সাজ বলেন, ‘বাংলাদেশের মূলধারার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন নারী উদ্যোক্তারা। উদ্যোক্তা এমন একটা পেশা যেটা কেবল নিজের কর্মসংস্থান করে না, অন্যদেরও কাজের সুযোগ তৈরী করে দেয়। নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচার-প্রসার এবং উন্নয়নে উইবিডি নানাভাবে কাজ করে চলেছে।
সম্মাননা পাওয়ার অনুভূতিতে ডাঃ ফারহানা মোবিন বলেন, উইবিডিকে আন্তরিক ধন্যবাদ এই ধরনের উদ্যোগ নেয়ার জন্য। আমি জীবিকার পাশাপাশি যতটা পারি মানুষের জন্য কাজ করার চেষ্টা করবো।
উল্লেখ্য, ডাঃ ফারহানা মোবিন গত ১৬ই মার্চ স্বাধীনতা সংসদ নামের একটি সংগঠন থেকে “আলোকিত নারী সম্মাননা এওয়ার্ড ২০১৯”-এ ভূষিত হন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!