॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গতকাল ২৭শে মার্চ বিকাল সাড়ে ৪টায় জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার সভাপতিত্বে সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মাছুদ করিম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আরাফাত হোসেন, ল্যাল্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মহিবুল হাসান, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সিনিয়র সহকারী জজ সৈয়দ মোস্তফা রেজা নূ ও বেগম কাইছুন্নাহার সুরমা, জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর অন্যান্য বিচারকগণ, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী ও জেলা সুপার মোঃ আনোয়ারুল করিমসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা লিগ্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী জজ ইমরান আহম্মেদ। সভায় বিগত সভার সিদ্ধান্ত পর্যালোচনা, চলতি মাসের প্রাপ্ত আবেদন, আইনজীবী নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও আগামী ২৮শে এপ্রিল বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটি গঠনসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়।