॥সুশীল দাস॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গতকাল ২৪শে মার্চ রাজবাড়ী জেলার ৪টি উপজেলা পরিষদের (সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ) নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এই ৪টি উপজেলায় ৬লক্ষ ৯১ হাজার ৫৮৬ জন ভোটারের মধ্যে ২লক্ষ ৭৭ হাজার ২৯৬ জন ভোটার ভাগ্য নির্ধারণ করলেন ৩১জন প্রার্থীর। নির্বাচিত হলেন ৩জন চেয়ারম্যান, ৪জন ভাইস চেয়ারম্যান এবং ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান।
নির্বাচিতদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় এডঃ ইমদাদুল হক বিশ্বাস চেয়ারম্যান, রকিবুল হাসান পিয়াল ভাইস চেয়ারম্যান ও আলেয়া বেগম মহিলা ভাইস চেয়ারম্যান, পাংশা উপজেলায় ফরিদ হাসান ওদুদ পুনরায় চেয়ারম্যান, জালাল উদ্দিন ভাইস চেয়ারম্যান ও রোকেয়া বেগম মহিলা ভাইস চেয়ারম্যান, বালিয়াকান্দি উপজেলায় আবুল কালাম আজাদ পুনরায় চেয়ারম্যান, মনিরুজ্জামান মনির ভাইস চেয়ারম্যান ও খোদেজা বেগম পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান এবং গোয়ালন্দ উপজেলায় আসাদুজ্জামান চৌধুরী ভাইস চেয়ারম্যান ও নার্গিস পারভীন পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৪টি উপজেলায় গড়ে ৪০.০৯% ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ২৫.৬৫%, পাংশা উপজেলায় ৪৫.৮৮%, বালিয়াকান্দি উপজেলায় ৫৪.২৭% ও গোয়ালন্দ উপজেলায় ৪৪.৯৭% ভোট পড়েছে। ৪টি উপজেলায় মোট ২৬৬টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি ছিল খুব কম।
সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর প্রস্তুতি গ্রহণ করা হয়।