শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নূরুল চেয়ারম্যান॥ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান-নার্গিস বিজয়ী

  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গতকাল ২৪শে মার্চ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান চৌধুরী টিয়া পাখি প্রতীকে ৮ হাজার ৩৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান টিউবওয়েল প্রতীকে ৮ হাজার ২৭৫ ভোট পেয়েছেন। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র ১১৮টি। বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী চশমা প্রতীকে ৫ হাজার ৯২৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আরও ৪ জন প্রার্থীর মধ্যে আবুল কালাম আজাদ উড়োজাহাজ প্রতীকে ৫ হাজার ৩শত, গোলাম মহিউদ্দিন সরদার গোলাপ ফুল প্রতীকে ৪ হাজার ৬৯২, এবিএম বাতেন মাইক প্রতীকে ৩ হাজার ৩৫১ এবং গিয়াস উদ্দিন তালা-চাবি প্রতীকে ২ হাজার ৩২৫ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নার্গিস পারভীন ফুটবল প্রতীকে ২৪ হাজার ৮৮৯ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নাজমা বেগম কলস প্রতীকে ১৩ হাজার ২২১ ভোট পেয়েছেন। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ১১ হাজার ৬৬৮টি। এ উপজেলায় মোট ভোট পড়েছে ৩৯ হাজার ১৮টি, যার মধ্যে ৩৮ হাজার ২৬৩টি ভোট বৈধ এবং ৭৫৫টি ভোট অবৈধ বলে গণ্য হয়। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই পদে কোন ভোট হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!