॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের নির্বাচন আজ ২৪শে মার্চ অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হাসান ওদুদ (ওদুদ মন্ডল) আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৬২ ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মত পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ফরিদ হাসান ওদুদ আনারস প্রতীকে ৪৪ হাজার ৯৬৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ নৌকা প্রতীকে ৩৮ হাজার ৯০৩ ভোট পেয়েছেন।চেয়ারম্যান পদে মোট ভোট গণনা হয়েছে ৮৫,৪১১টি সর্বমোট ভোটের মধ্যে ৮৩,৮৬৮টি ভোট বৈধ ও ১,৫৪৩টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।
এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস উড়োজাহাজ প্রতীকে ৫০ হাজার ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি পাংশা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তফা মাহমুদ (হেনা মুন্সী) তালা প্রতীকে ৩০ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট গণনা হয়েছে ৮৫,৪১১টি সর্বমোট ভোটের মধ্যে ৮১,৩৩৫টি ভোট বৈধ ও ৪,০৭৬টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জাসদ নেতা আব্দুল মতিন মিয়ার সহধর্মিনী রোকেয়া বেগম হাঁস প্রতীকে ৬৭ হাজার ৬৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি পাংশা পৌরসভা মহিলা লীগের সভাপতি ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন কলস প্রতীকে ১৫ হাজার ১৫৭ ভোট পেয়েছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট গণনা হয়েছে ৮৫,৪১১টি সর্বমোট ভোটের মধ্যে ৮২,৮১৩টি ভোট বৈধ ও ২,৫৯৮টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আঃ আলীম জানান, পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে ৬৮ কেন্দ্রে ১ লাখ ৮৬ হাজার ১২৯ ভোটের মধ্যে ৮৫ হাজার ৪১১ জন ভোটার ভোট প্রদান করেছেন।
পাংশায় চেয়ারম্যান পদে পুনরায় ওদুদ মন্ডল॥ভাইস চেয়ারম্যান পদে জালাল ও রোকেয়া বেগম বিজয়ী
