॥স্টাফ রিপোর্টার॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়ে আজ ২৪শে মার্চ রাজবাড়ী জেলার ৪টি উপজেলা পরিষদের(সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ) নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই ৪টি উপজেলায় মোট ভোটার ৬ লক্ষ ৯১ হাজার ৫৮৬ জন এবং ভোটকেন্দ্রের সংখ্যা ২৬৬টি। চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮জনসহ মোট ৩১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা তাদের ভাগ্য নির্ধারণ করবেন।
সুষ্ঠু এই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গত ২২শে মার্চ রাত ১২টায় প্রার্থীদের প্রচার-প্রচারণার সময়সীমা শেষ হয়েছে। ইতিমধ্যে ভোটকেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সরঞ্জাম ও মোতায়েনকৃত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে গেছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী জানান, নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে দিক-নির্দেশনা এবং মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালনে মোট ২৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে ৯জন রাজবাড়ী সদর উপজেলায়, ৮জন পাংশা উপজেলায়, ৩জন বালিয়াকান্দি উপজেলায় এবং ৩জন গোয়ালন্দ উপজেলায় দায়িত্ব পালন করবেন। তাদের কার্যক্রম তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইনকে পাংশা উপজেলার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামকে বালিয়াকান্দি উপজেলার দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি আরো জানান, পুলিশ, র্যাব ও আনসার সদস্য ছাড়াও রাজবাড়ী সদর উপজেলার জন্য ৩ প্লাটুন, পাংশা উপজেলার জন্য ৩ প্লাটুন, বালিয়াকান্দি উপজেলার জন্য ২ প্লাটুন, এবং গোয়ালন্দ উপজেলার জন্য ১ প্লাটুনসহ মোট ৯ প্লাটুন বিজিবি সদস্য ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে।
রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-পিপিএম-সেবা জানান, জেলার ৪টি উপজেলা পরিষদ পরিষদ নির্বাচনে ২৬৬টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ১৩০০ শত পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিটি ভোটকেন্দ্রে ৫জন করে সশস্ত্র পুলিশ ও সাধারণ প্রতিটি ভোটকেন্দ্রে ৪জন করে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ১জন করে পুলিশ অফিসার মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি ইউনিয়নের স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স এবং ৩টি পৌরসভার জন্য ৩টি রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে পিসি ও ১জন এপিসিসহ ১২জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে।
এ ছাড়াও প্রতি ২টি ইউনিয়নের জন্য র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের র্যাবের ১টি করে পেট্রোল টিম নিয়োজিত থাকবে।
রাজবাড়ী সদর উপজেলা ঃ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সফিকুল ইসলাম সফি(নৌকা), স্বতন্ত্র প্রার্থী এডঃ ইমদাদুল হক বিশ্বাস(আনারস) ও বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী(দোয়াত-কলম), ভাইস চেয়ারম্যান পদে এডঃ সফিকুল হোসেন(উড়োজাহাজ), রকিবুল হাসান পিয়াল(তালা) ও মোহন মোল্লা(টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মীর মাহফুজা খাতুন মলি(কলস) ও আলেয়া বেগম(হাঁস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫৯ হাজার ৯৫৯ জন, যার মধ্যে ১ লক্ষ ৩০ হাজার ৬৩৪ জন পুরুষ এবং ১ লক্ষ ২৯ হাজার ৩২৫ জন মহিলা ভোটার। ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১০২টি স্থায়ী ভোটকেন্দ্রের ৫৭২টি স্থায়ী ও ৭৯টি অস্থায়ীসহ মোট ৬৫১টি ভোটকক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
পাংশা উপজেলা ঃ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ(নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ(আনারস), ভাইস চেয়ারম্যান পদে মোস্তফা মাহমুদ হেনা মুন্সী(তালা) ও জালাল উদ্দিন(উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সফুরা খাতুন(মোরগ) ও রোকেয়া বেগম(কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লক্ষ ৮৬ হাজার ১২৯ জন, যার মধ্যে ৯৪ হাজার ২৯০ জন পুরুষ এবং ৯১ হাজার ৮৩৯ জন মহিলা ভোটার। ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৬৮টি স্থায়ী ভোট কেন্দ্রের ৩৮৫টি স্থায়ী ও ৭৩টি অস্থায়ীসহ মোট ৪৫৮টি ভোট কক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
বালিয়াকান্দি উপজেলা ঃ এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ(নৌকা), স্বতন্ত্র প্রাথী এহসানুল হাকিম সাধন(মোটর সাইকেল) ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আশরাফ আলী(আম), ভাইস চেয়ারম্যান পদে হারুন অর রশিদ(টিউবওয়েল), মনিরুজ্জামান মনির(তালা) ও সনজিৎ রায়(চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম(হাঁস) ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার(কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১লক্ষ ৫৮ হাজার ৭৪৬ জন, যার মধ্যে ৮০ হাজার ৫২৩ জন পুরুষ এবং ৭৮ হাজার ২২৩ জন মহিলা ভোটার। ৭টি ইউনিয়নের ৬১টি স্থায়ী ভোট কেন্দ্রের ৩৫৭টি স্থায়ী ও৪৬টি অস্থায়ীসহ মোট ৪০৩টি ভোটকক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
গোয়ালন্দ উপজেলা ঃ এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী(চশমা), এবিএম বাতেন(মাইক), আসাদুজ্জামান চৌধুরী(টিয়া), গিয়াস উদ্দিন(তালা-চাবি), আবুল কালাম আজাদ(উড়োজাহাজ), আব্দুর রহমান(টিউবওয়েল) ও গোলাম মহিউদ্দিন সরদার(গোলাপ ফুল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন(ফুটবল) ও নাজমা বেগম(কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ পদে কোন ভোট হচ্ছে না। এ উপজেলায় মোট ভোটার ৮৬ হাজার ৭৫২ জন, যার মধ্যে ৪৩ হাজার ৬০৮ জন পুরুষ এবং ৪৩ হাজার ১৪৪ জন মহিলা ভোটার। ৪টি ইউনিয়নের ৩৫টি স্থায়ী ভোট কেন্দ্রের ১৬৯টি স্থায়ী ও ৪৪টি অস্থায়ীসহ মোট ২১৩টি ভোটকক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।