॥চঞ্চল সরদার॥ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি রাজবাড়ী জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে প্রফেসর শংকর সিনহা-আঃ জলিল-আকরাম পরিষদ প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা গতকাল ২৩শে মার্চ দুপুরে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্যানেলের চেয়ারম্যান প্রার্থী প্রফেসর শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে সভায় ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোঃ আঃ জলিল মিয়া ও কাজী সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী মুক্তিযোদ্ধা মোঃ আকরামুজ্জামান, কার্যনির্বাহী সদস্য প্রার্থী মোঃ সায়েদুর রহমান, আব্দুস সাত্তার মন্ডল, সমিতির জেলা শাখার আজীবন সদস্য মোমরেজ খান, মোঃ মবিন, ওসমান গণি, স্বপ্না রাণী ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, এই প্যানেল জয়লাভ করলে সমিতির সদস্য সংখ্যা বৃদ্ধিকরণসহ সদস্যদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে সার্বিকভাবে সাহায্য-সহযোগিতা করা হবে। কেন্দ্র হতে প্রাপ্ত অনুদানের অর্থ গঠনতন্ত্রের বিধি মোতাবেক সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করা হবে। সমিতির সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করাসহ সমিতির কল্যাণে সততা, স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে। তারা প্রফেসর শংকর সিনহা-আঃ জলিল-আকরাম পরিষদের প্যানেলকে ভোট দেওয়ার জন্য সমিতির সকল সদস্যদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ৩০শে মার্চ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি রাজবাড়ী জেলা শাখার দ্বি-বার্ষিক(২০১৯-২০২০) নির্বাচন অনুষ্ঠিত হবে।