॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির লক্ষèীপুর পূর্বপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মতিয়ার মাস্টারের বসতবাড়ী, একই গ্রামের শহিদুল ইসলাম মাস্টারের বসতবাড়ী, কাওছার মন্ডলের বসতবাড়ী ও কেয়াগ্রামের ওসমান মন্ডলের মুদিখানা দোকান ও ইসলাম মন্ডলের বসতঘরের বেড়া গত ২১শে মার্চ রাতে কুপিয়ে ক্ষতিসাধান করেছে প্রতিপক্ষের লোকজন।
এর মধ্যে শহিদুল ইসলাম মাস্টার ও মুক্তিযোদ্ধা মতিয়ার মাস্টারের ভবনের জানালা ভেঙ্গে ক্ষতিসাধন করা হয়।
ইসলাম মন্ডলের বাড়িতে হামলার পাশাপাশি ঘরের মালামাল এবং ওসমান মন্ডলের মুদিখানা দোকান কুপিয়ে ক্ষতিসাধানের পাশাপাশি লুটতরাজের অভিযোগ উঠেছে।
গত ২১শে মার্চ রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বসত বাড়ী ও দোকানে হামলা করে তান্ডব চালায় প্রতিপক্ষের লোকজন। পূর্ব দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে রাজবাড়ীর ডিবি, পাংশা মডেল থানা ও কসবামাজাইল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানা গেছে।