॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে হারবাল প্রতিষ্ঠান নিমঅর্গানিক লিমিটেড ও পারমা থিরাপি হিলিং সেন্টার লিমিটেডে গতকাল ২২শে মার্চ ভোর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষের দাবী, তাদের ক্ষতি করার জন্য দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। তবে স্থানীয় সচেতন মহল ঘটনাটি রহস্যজনক মনে করছে।
প্রতিষ্ঠানের এমডি ড. নিম হাকিম জানান, এটি বাংলাদেশ ও সৌদি আরব সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক যৌথ গবেষণামূলক একটি প্রতিষ্ঠান। আগামী ২৪শে মার্চ এখানে সৌদি আরবের একটি প্রতিনিধি দলের পরিদর্শনে আসার কথা রয়েছে। তার মধ্যেই রাতের অন্ধকারে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে প্রতিষ্ঠানের অফিস কক্ষ, লাইব্রেরী, স্টোর রুমসহ অন্যান্য মালামাল ভস্মিভূত হয়ে ৩০ লক্ষ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নাশকতা।
বালিয়াকান্দি থানার এস.আই রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।