॥স্টাফ রিপোর্টার॥ গতকাল ২১শে মার্চ বেলা ১১টায় রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর জেলা বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুসাইনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মানজুরা, রাজবাড়ী পৌরসভার প্যানেল মেয়র নির্মল কৃষ্ণ চক্রবর্তী শেখর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ম কাজী এবং এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবুসহ স্বেচ্ছাসেবী মহিলা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের জন্য রাজবাড়ী জেলার নতুন ৫০০ জন উপকারভোগীর তালিকা চূড়ান্ত করা হয়। নির্বাচিত উপকারভোগীরা গর্ভধারণকাল থেকে ৩বছর পর্যন্ত প্রতি মাসে সরকার নির্ধারিত ৮০০ টাকা করে ভাতা পাবেন। ২০ বছরের অধিক বয়সী দরিদ্র কর্মজীবী গর্ভবতী/দুগ্ধদায়ী মায়েদের ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকালে এই ভাতা প্রদান করা হয়।