॥মোক্তার হোসেন॥ আগামী ২৪শে মার্চ অনুষ্ঠিতব্য পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজের সমর্থনে গতকাল ১৮ই মার্চ উপজেলার কসবামাজাইল ইউপির নাদুরিয়া ঘাট বাজার ও কেয়াগ্রাম বাজার, সরিষা ইউপির বড়-বনগ্রাম নতুন বাজার ও বাহাদুরপুর মেঘনা বাজারে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, নাদুরিয়া ঘাট বাজারে পথসভায় আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ এএফএম শফী উদ্দিন পাতাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কেয়াগ্রাম বাজারে পথসভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দার, আওয়ামী লীগ নেতা জর্জ আলী বিশ্বাস, সহিদুল ইসলাম মেম্বার, গোলাম সরোয়ার অরফে বেনা মেম্বার, আফছার আলী মেম্বার, আব্দুল লতিফ বিশ্বাস ও কসবামাজাইল ইউপির ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হাসান রাসেল প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সরিষা ইউপির বড়-বনগ্রাম নতুন বাজারে পথসভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, সরিষা ইউপির চেয়ারম্যান ও সরিষা ইউপি আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাস, সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান ও সরিষা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোবাহান প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ বিপুল ভোটে নৌকা প্রতীক জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।