॥রফিকুল ইসলাম॥ জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল ১৭ই মার্চ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর রেলগেট সংলগ্ন ঈদগাঁহ ময়দানে আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আয়োজক মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আমিন উদ্দিন আহম্মেদ টুকু’র সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর শেখ তিতু, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম বিশ^াস, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সমাজ সেবক আজম মন্ডল ও মিজানপুর ইউনিয়ন(পশ্চিমাঞ্চল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ বিশ^াস প্রমুখ।
বক্তাগণ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজকের এই স্বাধীন দেশ পেতাম না। তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন। বঙ্গবন্ধু না থাকলেও তার আদর্শ আমাদের মাঝে আছে। একদিন আমাদের এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু।
এ সময় মিজানপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য সিদ্দিক মিজি, আব্দুল খালেক নাদু, দলিল লেখক আজিজুল হক মৃধা, সূর্যনগর রেলগেট জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুস সালাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বকুলুজ্জামান বকুল, বাড়াইজুরী গরীব শাহ্ মাদ্রাসার আরবী প্রভাষক আব্দুর রহিম, মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মন্ডল, চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত ইসলামিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।