॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজবাড়ী সদর হাসপাতালের আয়োজনে গতকাল ১৭ই মার্চ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
সকালে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালীসহ জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে এসে শেষ হয়।
এরপর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাসের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীগণ বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে।
পুষ্পমাল্য অর্পণ শেষে সকলে জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সদর হাসপাতালের শিশু বিভাগকে সজ্জিত করাসহ হাসপাতালে চিকিৎসাধীন সকল শিশু ও অন্যান্য রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।