Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মেসেজ একটিই তা হলো ভোটহবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ—জেলা প্রশাসক মোঃ শওকত আলী

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেছেন, অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন, সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা এসেছে। এটি বাস্তবায়নে প্রশাসন থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মেসেজ একটিই, তা হলো- ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। এ জন্যেই আপনাদের নিয়োগ করা হয়েছে। সকল প্রতিকূলতা উপেক্ষা করে আপনাদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
গতকাল ১৬ই মার্চ সকালে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী এ কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী আরো বলেন, ক্ষমতার উৎস জনগণ। জনগণের ভোটে নির্বাচিত হওয়া ছাড়া অন্য কোনো অপশন নেই। যারা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষকিভাবে ব্যবস্থাগ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়াও তিনি নির্বাচনী দায়িত্ব পাওয়ার পর বিধি নিষেধ পালনের দিক-নির্দেশনা প্রদান করে ভোটগ্রহণের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম ও পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন ও মোঃ আরিফুজ্জামান উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন খোন্দকার হাফিজুল ইসলাম।
প্রশিক্ষণে ২৪শে মার্চ অনুষ্ঠিতব্য পাংশা উপজেলা পরিষদ নির্বাচনের ৬৮টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারসহ মোট ৫৪৬জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।