শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মেসেজ একটিই তা হলো ভোটহবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ—জেলা প্রশাসক মোঃ শওকত আলী

  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেছেন, অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন, সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা এসেছে। এটি বাস্তবায়নে প্রশাসন থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মেসেজ একটিই, তা হলো- ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। এ জন্যেই আপনাদের নিয়োগ করা হয়েছে। সকল প্রতিকূলতা উপেক্ষা করে আপনাদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
গতকাল ১৬ই মার্চ সকালে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী এ কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী আরো বলেন, ক্ষমতার উৎস জনগণ। জনগণের ভোটে নির্বাচিত হওয়া ছাড়া অন্য কোনো অপশন নেই। যারা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষকিভাবে ব্যবস্থাগ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়াও তিনি নির্বাচনী দায়িত্ব পাওয়ার পর বিধি নিষেধ পালনের দিক-নির্দেশনা প্রদান করে ভোটগ্রহণের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম ও পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন ও মোঃ আরিফুজ্জামান উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন খোন্দকার হাফিজুল ইসলাম।
প্রশিক্ষণে ২৪শে মার্চ অনুষ্ঠিতব্য পাংশা উপজেলা পরিষদ নির্বাচনের ৬৮টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারসহ মোট ৫৪৬জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!