॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ “কোন জাল ফেলব না, জাটকা ইলিশ ফেলব না”-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাটকা ইলিশ সংরক্ষণ সপ্তাহ (১৬-২২ মার্চ) উদ্বোধন ও বর্ণাঢ্য নৌ-র্যালী অনুষ্ঠিত হয়েছে।
ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে গতকাল ১৬ই মার্চ বেলা ১১টায় রাজবাড়ীর পদ্মা নদীর তীরবর্তী গোদার বাজার ঘাটে উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান। এ সময় সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ, মৎস্য বিভাগ ও সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, রোভার স্কাউট সদস্যবৃন্দ এবং মৎস্যজীবীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই মাছ সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। তাই মা ইলিশের ডিম দেয়ার সময় এবং ডিম থেকে জন্ম নেওয়া জাটকা ইলিশ পর্যাপ্ত পরিমাণে বড় না হওয়া পর্যন্ত আমরা ইলিশ মাছ ধরব না। ইলিশ মাছের প্রজনন ও জাটকা থেকে বড় হওয়ার সময় পর্যন্ত সরকার নির্দিষ্ট একটি সময়ে নদীতে জাল ফেলতে মৎসজীবীদের নিষেধ করেছে এবং এ সময়কালে মৎস্যজীবীরা যাতে তাদের পরিবার নিয়ে সমস্যার সম্মুখীন না হন সেই জন্য চাল ও নগদ অর্থ অনুদান প্রদান করছে। সুতরাং সরকারের নিষেধাজ্ঞাকালীন সময়ে আমরা কেউ নদীতে জাল ফেলে জাটকা ইলিশ ধরব না। এরপরও যদি কেউ নদীতে জাল ফেলে জাটকা ইলিশ ধরার চেষ্টা করে তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জেল-জরিমানা করা হবে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রায় অর্ধশত নৌকার অংশগ্রহণে গোদার বাজার ঘাট থেকে দৌলতদিয়া ফেরী ঘাট পর্যন্ত বর্ণাঢ্য নৌ-র্যালী অনুষ্ঠিত হয়।