॥কাজী তানভীর মাহমুদ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় গতকাল ১২ই মার্চ সন্ধ্যায় শহরের রেলওয়ে আজাদী ময়দানের মুক্তমঞ্চে ৪টি নাটক মঞ্চস্থ হয়।
তার মধ্যে জেলা শিল্পকলা একাডেমীর নাট্যদল ‘জন্মভূমি’, স্বদেশ নাট্যাঙ্গন ‘ময়না মেয়ের বিয়ে’, মঙ্গলনাট থিয়েটার ‘ফিরে দেখা বায়ান্নো’ এবং গহন থিয়েটার ‘চেতনায় একাত্তর’ নামের নাটক পরিবেশন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আলমগীর হুছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্য্যান ফকীর আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।
বক্তাগণ বলেন, নাটক সমাজের দর্পণ। সমাজের নানা বাস্তবতার চিত্র নাটকে উপস্থাপিত হয়। নাটক-থিয়েটারের চর্চায় যুব সমাজ মাদকসহ অন্যান্য অপকর্ম থেকে দূরে থাকে। আকাশ সংস্কৃতির যুগে মানুষের সাথে মানুষের ভ্রাতৃত্ব কমে গেছে। নিজের ও পরিবারের পরিচয় সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে প্রকাশ পায়। নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার। নাটকের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়। অপসংস্কৃতি, গোড়ামি দূর করতে মঞ্চ নাটকের ভূমিকা অনেক।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্য মঞ্চ শফিউর রহমান মিলনায়তনের শতবর্ষ পূর্তি উৎসবের অংশ হিসেবে রাজবাড়ীতে এই নাট্য উৎসব অনুষ্ঠিত হয়।