॥স্টাফ রিপোর্টার॥ উপজেলা নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ সফিকুল ইসলাম সফি এবং উড়োজাহাজ প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ সফিকুল হোসেন ও কলস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মীর মাহফুজা খাতুন মলির পক্ষে একই প্রচার মাইক দিয়ে প্রচারণা চালানোর দায়ে নাহিদ শেখ(৩৫) নামে তাদের এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব জানান, নাহিদ শেখ নামের ওই কর্মী গতকাল ১১ই মার্চ ব্যাটারী চালিত একটি অটোরিক্সার ছাদে ২টি মাইক লাগিয়ে শহীদওহাবপুর ইউনিয়নের বড়নূরপুর এলাকায় উল্লেখিত তিন প্রার্থীর পক্ষে একযোগে প্রচারণা চালাচ্ছিল। এই সংবাদ পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের অফিসে নিয়ে আসা হয়। পরে উপজেলা পরিষদ(নির্বাচনী আচরণ) বিধিমালা ২১-এর ২ ভঙ্গ করার ৩১ এর ১ বিধিতে তাকে ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৫দিনের কারাদন্ড প্রদান করা হয়। ওই সময়ই সে জরিমানার ১০হাজার টাকা পরিশোধ করলে তাকে মুক্তি দেয়া হয়।
একই সময় কলস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মীর মাহফুজা খাতুন মলি এবং নৌকা ও উড়োজাহাজ প্রতীকের প্রার্থীদের প্রতিনিধিদের ডেকে আনা হয়। তারা এ জন্য রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের কাছে আচরণবিধি আর ভঙ্গ করবেন না বলে অঙ্গীকার করেন।